আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো ? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি ? । Political Science Notes Online

আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো ? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি ?

  রাজনীতিশাস্ত্রের চর্চার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম । আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিশেষজ্ঞগণ আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন । 

                         EH Cart- এর মতে , আন্তর্জাতিক সম্পর্ক বলতে স্বাধীন সীমার বাইরে প্রকৃত সম্পর্ক বা ওই সম্পর্ক নিয়ে নির্দিষ্ট সময়ে যে - জ্ঞানভাণ্ডার গড়ে উঠেছে তাকে বোঝায় । তবে অনেকে এই সংজ্ঞাকে সংকীর্ণতার দোষে দুষ্ট বলে মনে করেন । 

                কুইন্সি রাইট তাঁর "The Study of International Relations "( 1955 ) গ্রন্থে বলেছেন , অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলিকে নিয়ে যে - শাস্ত্র আলোচনা করে , তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে ।

             অধ্যাপক হার্টম্যান বলেছেন , এটি হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্র জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্যবিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে । তবে অধ্যাপক হফম্যান তাঁর সম্পাদিত "Contemporary Theory of International Relations" গ্রন্থে এর কার্যকারী সংজ্ঞা দিয়েছেন । তাঁর মতে , বিশ্ব যেসব মূলএককে বিভক্ত তাদের বহিবিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করে যেসব বিষয় ও কার্যাবলি এটি তাদের নিয়ে আলোচনা করে । 

                                

                  তবে উপরোক্ত সংজ্ঞার ভিত্তিতে এর একটি সাধারণ সংজ্ঞা নির্দেশ করা যেতে পারে : আন্তর্জাতিক সম্পর্ক হল সমাজবিজ্ঞানের এমন একটি গতিশীল শাখা , যা বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক , অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান , ক্ষমতা , রাজনৈতিক মতাদর্শ , যুদ্ধ ও শান্তি , নিরস্ত্রীকরণ , আন্তর্জাতিক সংগঠন , স্বাৰ্থগোষ্ঠী , জনমত , প্রচার , কূটনীতি , বিশ্ববাণিজ্য , সন্ত্রাসবাদ , বিশ্বপরিবেশ প্রভৃতির মতো প্রায় প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করে ।


 

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য : অনেক সময় আন্তর্জাতিক সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির সমার্থক বলে মনে করা হয় । কিন্তু পামার পারকিন্স , হলস্টি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন । এঁদের মতে –

( 1 ) পরিধিগত পার্থক্য : আন্তর্জাতিক রাজনীতির আলোচনা ক্ষেত্রের পরিধি অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক বেশি ব্যাপক । হলস্টি এদের মধ্যে পরিধিগত পার্থক্য দেখাতে গিয়ে বলেছেন , আন্তর্জাতিক সম্পর্ক বিদেশনীতি থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়া , আন্তর্জাতিক বাণিজ্য ও নীতিবোধ , আন্তর্জাতিক পর্যটন প্রভৃতি নিয়ে আলোচনা করে , কিন্তু সরকার কর্তৃক গৃহীত নীতি ও কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক রাজনীতির বিচারবিশ্লেষণ । 


( 2 ) বিষয়বস্তুগত পার্থক্য : বিষয়বস্তুর ক্ষেত্রেও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে । আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক , আইন , অর্থনীতি , যোগাযোগ ব্যবস্থা , সংগঠন , যুদ্ধ প্রভৃতি নিয়ে আলোচনা করে । আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা ও প্রতিযোগিতা , শত্রুতা ও মিত্রতার হতে পারে । কিন্তু বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি আন্তর্জাতিক রাজনীতির বিবেচ্য বিষয় । আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ ও সংঘর্ষ নিয়ে আলোচনা করো ।


 ( 3 ) প্রকৃতিগত পার্থক্য : আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি শাস্ত্র যা সমাজবিজ্ঞানের একটি নবীন শাস্ত্র হিসেবে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বহুমুখী সরকারি - বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক বিষয়ের তত্ত্বগত ও প্রয়োগযোগ্য দিক নিয়ে আলোচনা করে । অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি এমন একটি ক্ষমতা যা প্রতিযোগিতা , মতানৈক্য , রাষ্ট্রীয় সম্পর্কের পরিবর্তন , বিবর্তন , পদ্ধতি এবং সমসাময়িকভাবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে ।


 

সুতরাং , বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু ব্যাপক হলেও আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ । তবে এটি আন্তর্জাতিক সম্পর্কের অংশ বলে বিবেচিত হলেও এই অংশটিকে আন্তর্জাতিক সম্পর্কের সর্বপ্রধান বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ বলে চিহ্নিত করা যায় ।

Post a Comment

Previous Post Next Post