সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য , উদ্দেশ্য ও নীতিসমূহ - Political Science Notes Online

 সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য , উদ্দেশ্য ও নীতিসমূহ [ Aims , Purposes and Principles of the United Nations ]



 সম্মিলিত জাতিপুঞ্জের সনদ ” ( ' Charter ' ) - এর মােট ১১১ টি ধারা ( Articles ) এবং একটি প্রস্তাবনা ’ ( ' Preamble ' ) রয়েছে । প্রস্তাবনার মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি যেমন আলােচনা করা হয়েছে , অনুরূপভাবে সনদের বিভিন্ন ধারায় জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহ ও নীতিসমূহ সম্পর্কে আলােচনা লক্ষ করা যায় ।




 লক্ষ্যসমূহ ( Aims ) 


প্রস্তাবনার মধ্যে সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলােচনা করা হয়েছে । এগুলি হল—


 [ ১ ] ভাবীকালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরদের রক্ষা করা ।

 [ ২ ] মৌলিক মানবাধিকার , প্রতিটি মানুষের মর্যাদা ও উৎকর্য এবং নারীপুরুষ ও ক্ষুদ্ৰবৃহৎ জাতি - নির্বিশেষে সকলের সমানাধিকারের প্রতি পুনরায় গভীর আস্থা স্থাপন করা ।

 ৩)আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের দ্বারা উদ্ভূত বাধ্যবাধকতার প্রতি সুবিচার ও সম্মান প্রদর্শনের উপযােগী পরিবেশ সৃষ্টি করা ।

[ 8 ] সামাজিক প্রগতি ও ব্যাপকতর স্বাধীন পরিবেশের মধ্যে থেকে জীবনযাত্রার মানােন্নয়ন ত্বরান্বিত করা ।


এইসব লক্ষ্য পূরণের জন্য সদস্য রাষ্ট্রগুলি [ ১ ] সহনশীলতার নীতি অনুসরণ ও সুপ্রতিবেশীসুলভ মনােভাব নিয়ে পরস্পর শান্তিতে বসবাস করবে ; [ 2 ] আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিজেদের শক্তি সুসংহত করবে । [ ৩ ] যৌথ স্বার্থরক্ষার প্রয়ােজন ছাড়া অন্য কোনাে কারণে সামরিক শক্তি প্রয়ােগ করবে না ; এবং [ 8 ] সব মানুষের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য আন্তর্জাতিক সংগঠনকে কাজে লাগাবে । প্রস্তাবনায় একথাও বলা হয়েছে যে , সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি পূর্বোক্ত লক্ষ্যসমূহের বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবে ।




উদ্দেশ্যসমূহ ( Purposes ) 


সনদের ১ নং ধারা অনুসারে—

 [ ১ ] আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হল সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য । এই রাজনৈতিক উদ্দেশ্যসাধনের পথে যেসব বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে , ঐক্যবদ্ধভাবে সব সদস্য রাষ্ট্র সেইসব বাধাবিপত্তি অপসারণ করে শান্তি প্রতিষ্ঠায় অগ্রসর হবে । তা ছাড়া , ন্যায়নীতি ও আন্তর্জাতিক বিবাদ বিসংবাদের সুষ্ঠু সমাধান করাও হল সম্মিলিত জাতিপুঞ্জের প্রাথমিক কর্তব্য । 


[ ২ ] মানুষের সমানাধিকার ও ‘ আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নিয়ে জাতিগুলি পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে এবং স্থায়ীভাবে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

 

[ ৩ ] অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক এবং মানবতাবাদের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যাগুলির সমাধানের জন্য আন্তর্জাতিক সহযােগিতার নীতি সব রাষ্ট্রই অনুসরণ করার চেষ্টা করবে । জাতিধর্মবর্ণ ও স্ত্রীপুরুষ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রতিটি রাষ্ট্র পারস্পরিক সহযােগিতার বন্ধনে আবদ্ধ হবে ।


 [ 8 ] জাতিগুলির কার্যাবলি সুসংহত করে উপরিউক্ত উদ্দেশ্যসাধনের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ একটি কেন্দ্র হিসেবে কাজ করবে ।



নীতিসমূহ ( Principles )


 সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলির বাস্তব রূপায়ণের জন্য সাতটি নীতি অনুসরণের কথা সনদে ঘােষিত হয়েছে । এই নীতিগুলি হল—

 [ ১ ] সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান ।

 [ ২ ] সামগ্রিক কল্যাণসাধনের জন্য সৰ সদস্য রাষ্ট্র সনদ কর্তৃক আরােপিত দায়দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবে ।

[ ৩ ] সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরােধের মীমাংসা করবে ।

 [ ৪ ] আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অক্ষুন্ন রাখার জন্য সদস্য রাষ্ট্রগুলি কোনাে রাষ্ট্রের ভৌগােলিক এলাকা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে ভীতি প্রদর্শন বা বলপ্রয়ােগ করবে না ।

[ ৫ ] সব সদস্য-রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে সর্বপ্রকার সহযােগিতা করবে ।

 [ ৬ ] যেসব রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় , তারাও যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সনদের নীতিগুলি মেনে চলে সে বিষয়ে লক্ষ রাখা হবে ।

 [ ৭ ] সম্মিলিত জাতিপুঞ্জ কোনাে রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার ’ ( domestic jurisdiction ' ) - এ হস্তক্ষেপ করবে না ।






Post a Comment

Previous Post Next Post