মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব ব্যাখা করো । মার্কসের রাষ্ট্র তত্ত্ব - Political Science Notes Online

মার্কসের রাষ্ট্রতত্ত্ব

  মার্কসবাদের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হল রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলি সংক্রান্ত তত্ত্ব । মার্কসবাদীদের মতে , রাষ্ট্র হল শ্রেণিশোষনের  একটি যন্ত্র , এক শ্রেণি কর্তৃক অন্য শ্রেণির ওপর প্রভুত্ব অক্ষুণ্ণ রাখার এক প্রতিষ্ঠান ৷ মার্কস বলেছেন , শ্রেণিবিভক্ত সমাজে রাষ্ট্র হল শ্রেণিস্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার , যা বহুদিন থেকে চলে আসছে । একথায় , মানবসমাজের ইতিহাস হল শ্রেণি সংগ্রামের ইতিহাস ।


বিভিন্ন সমাজব্যবস্থার রাষ্ট্র : মার্কস - এঙ্গেলস সামাজিক অগ্রগতি স্তরকে পাঁচটি পর্যায়ে ভাগ করেছেন । যথা— ( i ) আদিম সাম্যবাদী সমাজ ( ii ) দাস সমাজ , ( iii ) সামন্ততান্ত্রিক সমাজ , ( iv ) পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ , ( v ) সমাজতান্ত্রিক সমাজ । 


( 1 ) আদিম সাম্যবাদী সমাজ : মানবসমাজের বিকাশের প্রথম স্তর হল আদিম সাম্যবাদী সমাজ । এই সমাজের মূলকথা হল সাম্য । আদিম সাম্যবাদী সমাজে কোনো ব্যক্তিগত সম্পত্তি না থাকায় সমাজ শ্রেণিবিভক্ত ছিল না এবং সমাজ ছিল সম্পূর্ণ শোষণমুক্ত । ফলে শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রের উদ্ভব হয়নি । 


( 2 ) দাস সমাজ : অর্থনৈতিক বিকাশের এক বিশেষ স্তরে যখন সমান্য বিভাগ এল , তখন দাস সমাজের উদ্ভব হল । এই সমাজ দাস ও দাস মালিক এই দুই শ্রেণিতে বিভক্ত হয় এবং উৎপাদনের উপকরণগুলো দাস - মালিকদের হাতে কেন্দ্রীভূত হতে থাকে ৷ 


( 3 ) সামন্ত সমাজ : সামন্ত সমাজে সামন্তপ্রভু ও ভূমিদাসদের মধ্যে সমাজ বিভক্ত হয় এবং সামন্তপ্রভুই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে থাকে।


 ( 4 ) পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ : আবার ধনতান্ত্রিক সমাজে পুঁজিবাদীরা সর্বহারা শ্রেণির ওপর প্রভাব বিস্তারের জন্য রাষ্ট্র ব্যবহার করে ।


 ( 5 ) সমাজতান্ত্রিক সমাজ :পরবর্তীকালে অসন্তুষ্ট ও ক্ষুব্ধ সর্বহারা শ্রেণি পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করে । সমাজতান্ত্রিক বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণি রাষ্ট্রের ক্ষমতা দখল করে এবং সর্বহারা একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় । এই সমাজব্যবস্থায় উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানা লুপ্ত হয়ে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয় ।


 ● রাষ্ট্রের অবলুপ্তি : মার্কসবাদীরা বলেন , সমাজতান্ত্রিক সমাজে শোষণের অবসান ঘটবে । শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে এবং সমাজতান্ত্রিক সমাজ পর্যায়ক্রমে সাম্যবাদী সমাজের রূপ লাভ করবে , এবং সমাজে শ্রেণিশোষণের যন্ত্ররূপে রাষ্ট্রের অপলুপ্তি ঘটবে ।


Post a Comment

Previous Post Next Post