এককেন্দ্রিক সরকার কাকে বলে ? এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য লেখ ।

 এককেন্দ্রিক সরকার 

রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন শুধু মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে তখন তাকে এককেন্দ্রিক সরকার বলে । এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় শাসনতন্ত্রের বিধান অনুযায়ী সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে । এই ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকতে পারে , তবে তা কেন্দ্রীয় সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত হয় । এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে কাজ করে । ফ্রান্স , জাপান , ব্রিটেন , যুক্তরাজ্য , বাংলাদেশ প্রভৃতি দেশ এককেন্দ্রিক সরকারের উদাহরণ ।



এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য :


(i) ক্ষমতার কেন্দ্রিকরণ এককেন্দ্রিক সরকারের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য । এ ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রের উপর ন্যস্ত থাকে ।


(ii) কেন্দ্রের মাধ্যমে ক্ষমতার বন্টন এককেন্দ্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য । এ ব্যবস্থায় আঞ্চলিক বা স্থানীয় সরকার থাকতে পারে । কিন্তু তারা ক্ষমতা লাভ করে কেন্দ্রের কাছ থেকে । কেন্দ্র তার ইচ্ছামত এ ক্ষমতা বৃদ্ধি করতে বা কমাতে পারে । 


(iii) আঞ্চলিক বা স্থানীয় সরকারের নিজস্ব কোন ক্ষমতা থাকে না  । সরকারের সব বিভাগ ও অঙ্গ একটি অবিভাজ্য প্রশাসনিক যন্ত্রের অধীন ।


(iv) এককেন্দ্রিক সরকারের আঞ্চলিক বা স্থানীয় সরকারগুলো কোন স্বায়ত্তশাসন ভোগ করে না । এরা কেন্দ্রীয় বা একক সরকারের প্রতিনিধি হিসাবে ক্ষমতা ব্যবহার করে । 


(v) এককেন্দ্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য এর ঐক্য । যেহেতু এ ধরনের সরকারে ক্ষমতার বিভাজন নেই , তাই জটিলতাও কম । শাসন ব্যবস্থায় সাংগঠনিক সারল্য বিদ্যমান এবং নীতি প্রণয়নের সমস্যা কম ।



Post a Comment

Previous Post Next Post