বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি : Political Science Notes online

 বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা  

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । সুদীর্ঘ আন্দোলন এবং এক রক্ষক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে । একথা সত্য যে , স্বাধীনতা লাভ করার চেয়েও দেশগড়া আরও কঠিন কাজ । তাই বাংলাদেশের নাগরিকের জন্য রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে । সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন কাজ । এর জন্য দরকার সচেতন উদার দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন নাগরিক গোষ্ঠী । রাষ্ট্রবিজ্ঞান পাঠ বাংলাদেশের জনগণের মধ্যে এসকল গুণাবলীর বিকাশ ঘটাতে সক্ষম । দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গড়ে তুলতে রাষ্ট্রবিজ্ঞান পাঠের ভূমিকা অনস্বীকার্য ।

 রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন , নাগরিকদের গণতন্ত্রমনা , সহনশীলতা বৃদ্ধিতে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন ও অনুশীলন অপরিহার্য । বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি নাগরিকের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্ত প্রয়োজন ।

 বাংলাদেশ একটি দরিদ্র দেশ । এখানে সুষম সমাজ ব্যবস্থা এখনও গড়ে উঠেনি । সামাজিক ও অর্থনেতিক জীবনে ঐকমত্য ও সহনশীলতার অভাব খুবই প্রকট । এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে সহনশীল সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য । রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই মনোভাব ও উদার দৃষ্টিভঙ্গির সূচনা করতে পারে ।

Post a Comment

Previous Post Next Post