ভারতের উপ-রাষ্ট্রপতি
সংবিধান অনুসারে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন (৬৩ ধারা )। পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির ঠিক পরেই উপরাষ্ট্রপতি স্থান। রাষ্ট্রপতি নির্বাচনের সময় একজন উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয় । উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে একটি নির্বাচকমণ্ডলী । এই নির্বাচকমন্ডলী গঠিত হয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে।
যােগ্যতা : উপ - রাষ্ট্রপতি পদপ্রার্থীর যােগ্যতাবলী সম্পর্কে সংবিধানের ৬৬ ধারায় উল্লেখ আছে । কোনো ব্যক্তিকে উপরাষ্ট্রপতি হতে গেলে যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলো হলো – ( ১ ) ভারতীয় নাগরিক হতে হবে , ( ২ ) বয়স হতে হবে অন্তত ৩৫ বছর , ( ৩ ) রাজ্যসভার সদস্য হওয়ার মত যােগ্যতা থাকবে এবং ( ৪ ) প্রার্থী হবার সময় বেতনভােগী কোনো সরকারি পদে আসীন থাকা চলবে না [ ৬৬ ( ৩ ) ধারা ] । পার্লামেন্টের মনােনীত সদস্য সমেত কেন্দ্রীয় ও রাজ্য আইনসভার সদস্যগণ উপ - রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন । কিন্তু নির্বাচিত হওয়ার পর তাঁকে আইনসভার সদস্যপদ ত্যাগ করতে হয় । উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মনােনয়নপত্র কুড়িজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অন্য কুড়িজন নির্বাচকের দ্বারা সমর্থিত হওয়া দরকার । এবং উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে ১৫,০০০ টাকা জামানত হিসাবে জমা দিতে হয় ।
Post a Comment